আর মাত্র দুই মাস পরেই অনুষ্ঠিত হবে ক্রিকেটের মেগা ইভেন্ট আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠিত হবে এবারের ৫০ ওভারের বিশ্বকাপ। তবে বিশ্বকাপ শুরুর আগেই বিশ্বভ্রমণে বেরিয়েছে আইসিসি ট্রফি। ইতোমধ্যেই কয়েকটি দেশ ঘুরে তিনদিনের সফরে এখন বাংলাদেশে অবস্থান করছে সোনালী ট্রফিটি। এই ট্রফিকে ঘিরে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মধ্যে চলছে উম্মাদনা-উদ্দীপনা।
প্রথম দিন সোমবার (৭ আগস্ট) পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফির আনুষ্ঠানিক ফটোসেশন হয়। মঙ্গলবার (৮ আগস্ট) নেয়া হয়েছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে খেলোয়াড়, কোচিং স্টাফ, গণমাধ্যেম কর্মীরা স্বপ্নের ট্রফিকে সামনে রেখে তুলেছেন ছবি। পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই উম্মাদনা থেকে বাদ যাননি তারকা ক্রিকেটাররাও। রিয়াদ,তাসকিন, মিরাজ, তাইজুল, শান্তরা ট্রফির সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন ফেসবুকে। ট্রফিটা নিয়ে বাড়তি উৎসাহ দেখা গেল পেসার তাসকিন আহমেদ ও শামিম হোসেন পাটোয়ারীকে।
সুপার লিগে দাপট দেখিয়ে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করা বাংলাদেশকে নিয়ে বিশ্বমঞ্চে বড় স্বপ্ন লাল-সবুজের সমর্থকদের। যার কিছুটা উত্তাপ টের পাওয়া যাচ্ছে বিশ্বকাপ ট্রফির বাংলাদেশ সফর ঘিরে। গেল কদিন ধরেই ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন। মেঘলা দিনেও যেন মিরপুরে দ্যুতি ছড়ালো বিশ্বকাপ ট্রফি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যেমে বিশ্বকাপ ট্রফিকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকেই স্বপ্নের পদ্মাসেতু বাস্তবায়নের মতো করেই স্বপ্নের বিশ্বকাপ জয়ের প্রত্যাশার কথা জানিয়ছেন। কেউ কেউ ফেসবুকে লিখেছেন- ‘স্বপ্নের পদ্মাসেতু বাস্তবায়ন হয়েছে। এবার স্বপ্নের বিশ্বকাপ জেতার আশা’।
বুধবার (৯ আগস্ট) বিশ্বকাপ ট্রফিটি সাধারণ দর্শকদের জন্য বসুন্ধরা শপিংমলে উন্মুক্ত করা হবে। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্রিকেটপ্রেমীরা দেখার সুযোগ পাবে ট্রফিটি। তুলতে পারবেন ছবিও।
ক্রিকেট বিশ্বকাপের ট্রফি ভ্রমণ শুরু হয়েছে আয়োজক দেশ ভারত থেকে। ১৮টি দেশে ভ্রমণ শেষে আগামী ৪ সেপ্টেম্বরে ভারত ফিরবে সোনালী এ ট্রফি।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ