আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হতে যাচ্ছে আগামীকাল শনিবার। তার আগে শুক্রবার (৬ অক্টোবর) দলের প্রতিনিধি হয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
প্রেস কনফারেন্সে হাথুরুসিংহে জানিয়েছেন টাইগারদের লক্ষ্যের কথা, “আমরা সবাই বিশ্বকাপ জিততে চাই। যদি জিজ্ঞেস করেন সত্যিকার অর্থেই কেমন সুযোগ আছে– আমরা চার–পাঁচটা ম্যাচ জিততে পারলে সেমিফাইনাল বা নক আউট স্টেজে খেলতে পারব। এটা আমাদের প্রথম লক্ষ্য। এই জিনিসটা করার জন্য আমাদের যথেষ্ট ভালো দল আছে। প্রথমে আমাদের সেমিফাইনালে যেতে হবে”
সাত মিনিটের প্রেস কনফারেন্সে টাইগার কোচ কথা বলেছেন আরও বেশ কিছু প্রসঙ্গ নিয়ে। প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া শরীফুল ইসলাম–তাওহীদ হৃদয়–তানজিদ হাসান তামিম–তানজিম হাসান সাকিবদের ওপর আস্থা রাখছেন হাথুরুসিংহে, “আমাদের মনে হয় চার–পাঁচজন ক্রিকেটার আছে ওই বিশ্বকাপ থেকে। তারা কিছু ইতিবাচক জিনিস নিয়ে আসবে দলে। কারণ অতীতেও তারা এটা করেছে, অনেক এনার্জি আছে। আমি পুরো দল ও এমনকি আমার স্টাফদের নিয়ে রোমাঞ্চিত। কারণ বিশ্বকাপ চার বছরে আসে। এটা আইসিসির ক্যালেন্ডারের অন্যতম বড় টুর্নামেন্ট। আমাদের বড় প্রত্যাশা আছে”
এর আগে ধর্মশালায় সকালের স্নিগ্ধ বাতাসে অনুশীলন করেন টাইগার ক্রিকেটাররা। সাকিব–মাহমুদউল্লাহরা সেরেছেন নিজেদের শেষ সময়ের ব্যাটিং অনুশীলন।
এদিকে এদিন অনুশীলনে বেশ লম্বা সময় ধরে ব্যট করেছেন অধিনায়ক সাকিব। পেসারদের বল করতে না দেখা গেলেও বল করেছেন দলের স্পিনাররা। এছাড়া ব্যাট হাতে প্রস্তুতি সেরেছেন নাজমুল হোসেন শান্ত–তাওহীদ হৃদয়রা।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ