বিশ্বকাপ ভারতে খেলবে না বাংলাদেশ—এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
রবিবার (৪ জানুয়ারি) দুপুরে নিজ ভেরিফায়েড ফেসবুক পোস্টে আসিফ নজরুল এ তথ্য জানান।
পোস্টে তিনি লিখেন, “বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।”
উল্লেখ্য, সাম্প্রতি বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্স‘কে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
২০২৪ সালের ৫ আগস্ট পর থেকেই বাংলাদেশ–ভারত ক্রিকেটীয় সম্পর্কে দূরত্ব তৈরি হয়। সাম্প্রতিক মোস্তাফিজ ইস্যু সেই টানাপোড়েন আরও বাড়িয়েছে।
প্রসঙ্গত, ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি, চলবে ৮ মার্চ পর্যন্ত। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, বাংলাদেশের ৪টি লিগ ম্যাচই ভারতের কলকাতা ও মুম্বাই হওয়ার কথা ছিল।
এসএ