বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে ইনজুরির কারণে খেলছেন না সাকিব আল হাসান। ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে ব্যাটিং নিয়েছেন।
তুলনামূলক ধীরগতিতে শুরু করেন দুই ওপেনার লিটন দাস এবং তানজিদ হাসান তামিম। তবে ষষ্ঠ ওভার থেকেই ম্যাচের মোড় ঘুড়িয়ে দেন লিটন। সিরাজের একই ওভারে দুটি বাউন্ডারি হাঁকান এই ওপেনার। প্রথম পাঁচ ওভারে বাংলাদেশ করে মাত্র ১০ রান।
পরের ওভারের শেষ বলে বুমরাহকে ছক্কা হাঁকান তানজিদ। অষ্টম ওভারে সিরাজের ওভারে দুটি চার হাঁকান সিরাজ। নবম ওভারে হার্দিক পান্ডিয়া বোলিং করতে আসলে তার ওভারে আবারও দুটি চার মারেন লিটন।
ইনিংসের দশম ওভারে ডাউন দ্যা উইকেটে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের রান পঞ্চাশ পার করেন তানজিদ। ৪১ বলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন তানজিদ।
আল/ দীপ্ত সংবাদ