নেদারল্যান্ডসের কাছে হারের লজ্জা থেকে বেরিয়ে, এবার বাকি থাকা ৩ ম্যাচে জয়ের দিকেই মনোযোগ দিচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের সপ্তম ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) কোলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
এ মাঠেই শনিবার নেদারল্যান্ডসের কাছে হেরে, বিশ্বকাপ ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছে বাংলাদেশ। তারপরও আসরের নিয়ম মেনে আবারো মাঠে নামতে হবে তাদের। সোমবার তাই অনুশীলনে মনোযোগী ছিলেন সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহরা।
সাকিব আল হাসান দৃঢ় কণ্ঠেই বলেন, এই মূহূর্তে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করতে হবে। কারণ এখন লক্ষ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিত করা।
অন্যদিকে, চাপে আছে পাকিস্তানও। অঙ্কের মারপ্যাঁচে এখনও সেমির আশা বাঁচিয়ে রাখা দলটি, সমীহ করছে খারাপ সময় পার করা বাংলাদেশকেও।
এর আগে, একই মাঠে টি–টোয়েন্টি বিশ্বকাপেও মুখোমুখি হয়েছিলো দু‘দল। তবে উইকেট ভিন্ন হওয়ায়, আগের অভিজ্ঞতাকে মাথায় নিচ্ছেন না কেউই।
এসএ/দীপ্ত নিউজ