বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় রচনা হতে যাচ্ছে। জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার সাথিরা জাকের জেসি বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে। আইসিসির মূল ইভেন্টে কোনো বাংলাদেশি নারী আম্পায়ারের দায়িত্ব পালন এই প্রথম।
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারতের পাশাপাশি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। হাইব্রিড মডেলে আয়োজিত এবারের আসরে বেশ কয়েকটি ম্যাচে মাঠে দেখা যাবে বাংলাদেশি আম্পায়ার জেসিকে।
জাতীয় দলে খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ করে আম্পায়ারিংয়ে পা রাখেন জেসি। গত কয়েক বছরে বয়সভিত্তিক বিশ্বকাপ, নারী এশিয়া কাপ ও আইসিসির একাধিক টুর্নামেন্টে নিয়মিত দায়িত্ব পালন করেছেন তিনি। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপ, মালয়েশিয়ায় অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ এবং দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব–১৯ টি–টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই তাকে বিশ্বকাপের মতো বড় আসরের জন্য মনোনীত করেছে আইসিসি।
নারী ক্রিকেটে বাংলাদেশ এখনো বিশ্বমানের অর্জন করতে পারেনি। তবে নারী আম্পায়ারিংয়ে জেসির সাফল্য নতুন প্রজন্মের জন্য বড় অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)ও এ অর্জনকে দেশের নারী ক্রিকেট উন্নয়নের ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে।
বাংলাদেশ থেকে এর আগে বেশ কয়েকজন পুরুষ আম্পায়ার আইসিসির মূল ইভেন্টে দায়িত্ব পালন করলেও, কোনো নারী আম্পায়ার এই কৃতিত্ব পাননি। জেসিই হচ্ছেন প্রথম। ফলে এবারের নারী বিশ্বকাপে তার উপস্থিতি বাংলাদেশের ক্রিকেটে আরেকটি মাইলফলক হয়ে থাকবে।