বিশ্বকাপে আজ ইংল্যান্ডের আফগান পরীক্ষা। দুই দলই খেলেছে দু‘টি করে ম্যাচ। একটি করে জয়–পরাজয় ইংলিশদের। তবে এখনো জয়ের দেখা পায়নি আফগানিস্তান। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে ঢাকার সময় দুপুর আড়াইটায়।
নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবাধানে হার দিয়ে শুরু করলেও, দ্বিতীয় ম্যাচে টাইগার বধে চিরচেনা রুপে ফিরেছে গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এবার আফগানিস্তানের বিপক্ষে সেই ছন্দ ধরে রাখার মিশন তাদের।
আগের দুই আসরে, আফগানদের বড় ব্যবধানে হারায় বাটলার বাহিনী। এবারো দুর্দান্ত ছন্দে আছেন ডেভিড মালান, বেয়ারস্ট্রো–রা। তবে এ ম্যাচেও বেন স্টোকসের ফেরা নিয়ে রয়েছে শঙ্কা।
এক যুগ আগে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা সবশেষ ম্যাচ, ভারতের কাছে হেরেছিলো ইংলিশরা। ব্যাটিং সহায়ক এই উইকেটে এবার অবশ্য থ্রি–লায়ন্সদের ভিন্ন বাস্তবতা।
এবারের বিশ্ব আসরের আন্ডারডগ আফগানরা এখনো নিজেদের সেরাটা দিতে পারেনি। টানা দুই ম্যাচ হেরে অনেকটাই বেকায়দায় শাহমতউল্লার দল। এই মাঠে কয়েক মাসে আগে ভারতের বিপক্ষে হেরেছে আফগানিস্তান। তারপরও লড়াইয়ে ফিরতে মরিয়া তারা।
আল/ দীপ্ত সংবাদ