ভারতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর মাঠে গড়াচ্ছে আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর ২০২৩)
আহমেদাবাদে বেলা আড়াইটায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে গত আসরের ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
দশ দলের বিশ্বকাপ আয়োজনের টানা দ্বিতীয় আসর এটি। সেই সাথে, সম্ভবত শেষবারও। কারণ পরের আসর থেকেই ১৪টি দল অংশ নেবে। তাই আয়োজনটাও বেশ চোখে পড়ার মত।
প্রথমবার এক লাখ ২০ হাজার দর্শকের সামনে হবে ফাইনাল। তবে শুরুটা জমকালো হল না। উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েও, অপ্রকাশিত কারণে সরে আসতে বাধ্য হয়েছে আয়োজকরা।উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিপত্তি আগে থেকে আঁচ করা যায়নি, কিন্তু ঘটেছে।
অন্যদিকে, ভারত–পাকিস্তান রাজনৈতিক বৈরিতা বেড়ে যাওয়ার যে শঙ্গা ছিল, সেটা কেটে গেছে। এশিয়া কাপে ভারত, পাকিস্তানে না গেলেও বিশ্বকাপে ভারতে খেলতে এসেছে বাবর আজমরা।অন্যান্য দলের মতো তাদেরকেও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে স্বাগতিকরা।
আলোচনা–সমালোচনা কাটিয়ে এবার ব্যাট–বলের লড়াইয়ে পালা। উদ্বোধনী ম্যাচের জন্য প্রস্তত গতবারের চ্যাম্পিয়ন ও রানার আপ। পুরনো খেলোয়াড়দের নিয়ে দল গোছানো ইংল্যান্ড, বাংলাদেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ জিতে, বেশ ফুরফুরে মেজাজে আছে।
অন্যদিকে, প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ও সাউথ আফ্রিকাকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী নিউজিল্যান্ডও।
গতবার ইতিহাসের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষে, যে বাউন্ডারির হিসেবে শিরোপা ঘরে তুলেছিলো ইংলিশরা, এবারের আসর শুরুর আগে, সে নিয়মই বাতিল করে দিয়েছে আইসিসি। নিজেদের তাই দুর্ভাগা ভাবতেই পারে কিউইরা। তবে এগুলো আমলে না নিয়ে, তাদের লক্ষ্য কেবলই শিরোপা জয়।
এসএ/দীপ্ত নিউজ