আইসিসির সবচেয়ে বড় ইভেন্ট বিশ্বকাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা হতে পারে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর)। চলমান নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে কাল খেলা নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। দল নিয়ে পরীক্ষা–নিরীক্ষার শেষ সুযোগ এই ম্যাচটিই।
মোটামুটি দল সম্পর্কে ধারণা পাওয়া গেছে গণমাধ্যমে। বিশ্বকাপের দল ঘোষণার আগে এশিয়া কাপে বেশ পরীক্ষানিরীক্ষা চালিয়েছে বিসিবি। এশিয়া কাপের পর চলমান নিউজিল্যান্ড সিরিজে নিয়মিত মুখদের বিশ্রাম দিয়ে খেলানো হয়েছে অনিয়মিত হয়ে পড়া মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, সৌম্য সরকারদের। ইনজুরি থেকে দলে ফিরে তামিম ইকবাল, কিউইদের বিপক্ষে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন।
তাই ওপেনিং স্লট নিয়ে দুশ্চিন্তা কমেছে টাইগারদের। তবে ব্যাকআপ ওপেনার কে হচ্ছেন এটা দেখার বিষয়। মাহমুদউল্লাহ রিয়াদ ও সাত নম্বর পজিশন নিয়ে ইস্যু ভাবছে ক্রিকেট বোর্ড। আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যেই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। আইসিসির নীতিমালা অনুযায়ী এটিই চূড়ান্ত দল দেওয়ার শেষ সময়সীমা। এরপর অনুমতি ছাড়া আর কোনো পরিবর্তনও করা যাবে না দলে।
পূর্ণিমা/দীপ্ত নিউজ