বিজ্ঞাপন
বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫
বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫

বিশ্বকাপের আগেই অবসরে যাচ্ছেন আন্দ্রে রাসেল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আগামী ২৩ জুলাই অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এ তথ্য জানায়।

আন্তর্জাতিক ক্রিকেটে রাসেল খেলেছেন মোট ৮৪টি টিটোয়েন্টি ম্যাচ, যেখানে ১৬৩ স্ট্রাইক রেটে করেছেন ১,০৭৮ রান এবং নিয়েছেন ৬১ উইকেট।

এছাড়া ওয়ানডেতে তার ম্যাচ সংখ্যা ৫৬, যেখানে ১,০৩৪ রানের পাশাপাশি ৭০টি উইকেট রয়েছে তার ঝুলিতে। টেস্টে রাসেলের অভিষেক হয়েছিল ২০১০ সালে, তবে খেলেছেন মাত্র একটি ম্যাচ।

অবসরের ঘোষণা দিয়ে রাসেল বলেন, ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জীবনের অন্যতম গর্বিত অর্জন। আমি এমন এক সময়ে ক্যারিয়ার শেষ করতে চাই, যা পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি আরও বলেন, ছোটবেলায় কখনও ভাবিনি এই পর্যায়ে খেলতে পারব। কিন্তু যত খেলেছি, খেলাটিকে ততই ভালোবেসেছি। আমি মেরুন জার্সিতে এমন ছাপ রেখে যেতে চেয়েছি; যা অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে।

রাসেলের বিদায় প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ড্যারেন সামি বলেন, আন্দ্রে সব সময়ই ছিলেন একজন নিবেদিতপ্রাণ পেশাদার এবং দুর্দান্ত প্রতিযোগী। আমি যখন তাকে অধিনায়কত্ব বা কোচিং করিয়েছি, তখন তার পারফর্ম করার এবং দলের জন্য জয়ের ক্ষুধা কখনো কম দেখিনি। তার ভবিষ্যৎ জীবনের জন্য রইল শুভকামনা।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More