চলমান হরতাল অবরোধে জনগণের অংশগ্রহণ বাড়েনি। তবে দুর্ভোগ বেড়েছে। তাই রাজনৈতিক সংকট নিরসনে বিকল্প কর্মসূচির দাবি জোড়ালো হচ্ছে। বিশ্লেষকেরা এ নিয়ে বিরোধী দলগুলোকে ভাবার পরামর্শ দিয়েছেন। বিএনপি ও সমমনারা বলছেন, আপাতত বিকল্প কিছু নিয়ে ভাবছেন না তারা।
গণতান্ত্রিক দাবি আদায়ে হরতাল অবরোধ অনেক পুরনো কর্মসূচি। তবে সময়ের পরিক্রমায় এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রায় তিন সপ্তাহ ধরে চলা টানা হরতাল অবরোধে ভোগান্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমদানি–রপ্তানি। সরবরাহ বিঘ্নিত হওয়ায় বাড়ছে জিনিসপত্রের দাম। বিশ্লেষকরা বলছেন, হরতাল অবরোধের মত কর্মসূচি থেকে বের হওয়া দরকার।
তবে বিএনপিসহ সমমনাদের অভিযোগ, হরতাল–অবরোধের বাইরে গিয়ে সভা সমাবেশের মত কর্মসূচির সকল পথ ক্ষমতাসীনরা বন্ধ করে দিয়েছে। কেউ কেউ বলছেন, নির্বাচনী একটি কাঠামো তৈরি না হওয়া পর্যন্ত হরতাল অবরোধের বাইরে যেতে পারবে না রাজনৈতিক দলগুলো।
সামনের রাজনৈতিক পরিস্থিতি দেখে হরতাল অবরোধের বিকল্প কর্মসূচি আসতে পারে বলে জানিয়েছে বিএনপিসহ সমমনারা।
আল/ দীপ্ত সংবাদ