দিনাজপুর বিরামপুরে বাড়ি তল্লাশীর নামে ঘরের জিনিসপত্র তছনছ ও ৫০ হাজার টাকা লুট করার সময় বাবু (২৩) নামে এক ভুয়া ডিবি পুলিশ কে আটক করা হয়েছে ।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে ভুয়া ডিবি পুলিশ আটকের পর থানা পুলিশ জেলা কারাগারে প্রেরণ করেছে। ভুয়া ডিবি বাবু ইসলাম বিরামপুর উপজেলার চাপড়া গ্রামের মোফাজ উদ্দিনের ছেলে।
জানা গেছে, বিরামপুরের মামুদপুর গ্রামে সকালে মোটরসাইকেল নিয়ে ৫ যুবক প্রবেশ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঐ গ্রামের রবিন মন্ডলকে বেধড়ক চড় থাপ্পড় শুরু করে। এ সময় তারা রবিনের বাড়ি তল্লাশীর নামে ঘরের জিনিসপত্র তছনছ এবং ট্রাঙ্কের ভিতর রাখা ৫০ হাজার টাকা লুট করে। ভুক্তভোগীদের চিৎকারে প্রতিবেশিরা ছুটে এলে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ৪জন পালিয়ে গেলেও স্থানীয়রা বাবু (২৩) নামে এক যুবককে আটক করে।
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, এ ঘটনায় শনিবার থানায় মামলা হয়েছে এবং দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ