প্রায় দেড় বছর পর সংগীতপ্রেমীদের সুখবর দিল ‘কোক স্টুডিও বাংলা’। “বাজি” গান দিয়ে দীর্ঘ বিরতি ভেঙে ফিরল “কোক স্টুডিও বাংলা”।
গানটিতে ফুটিয়ে তোলা হয়েছে আদিবাসী সঙ্গীত ঐতিহ্য ও শহুরে লোক সংগীতের মনোমুগ্ধকর মিশ্রণ।
শনিবার (২৩ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে ‘কোক স্টুডিও বাংলা‘ বহুল প্রতীক্ষিত “সিজন ৩”–এর চতুর্থ গান হিসেবে “বাজি” মুক্তি পেয়েছে।
গানটির কম্পোজিশন, পরিচালনার পাশাপাশি গেয়েছেনও এই সময়ের অন্যতম প্রতিভাবান শিল্পী ইমন চৌধুরী এবং তার সঙ্গে কণ্ঠশিল্পী হিসেবে রয়েছেন হাশিম মাহমুদ।
হাশিম মাহমুদ‘কে নিশ্চয়ই মনে আছে! ২০২২ সালে সারাদেশে ঝড় তুলেছিল ‘হাওয়া‘ সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি। হাশিম মাহমুদের লেখা ও সুরে এর সংগীতায়োজন করেছিলেন ইমন চৌধুরী, কণ্ঠ দিয়েছিলেন এরফান মৃধা শিবলু। এ ত্রয়ীকে এরপর পাওয়া গিয়েছিল কোক স্টুডিও বাংলার ‘কথা কইয়ো না’ শিরোনাম গানে।
‘কোক স্টুডিও বাংলা‘ মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণব বলেছিলেন, “এই সিজনে প্রতিভাবান সব শিল্পীদের একত্রিত করা হয়েছে এবং তারা মিলে দারুণ কিছু তৈরি করেছেন। আমি খুবই আশাবাদী যে, প্রতিটি গান সৃষ্টির সময় আমরা যে আবেগ ও আনন্দ অনুভব করেছি শ্রোতারাও সেটা অনুভব করবেন।”
প্ল্যাটফর্মটি বলছে, সামনে আসতে চলেছে আরও ৬টি গান, যেখানে তারকা শিল্পীদের পাশাপাশি থাকছেন উদীয়মানরা, যা সৃজনশীলতার সীমা আরও প্রসারিত করবে।
প্রসঙ্গত, ১৮০ সুরকার ও শিল্পী অংশগ্রহণে ২০২৪ সালের ১৩ এপ্রিল ‘কোক স্টুডিও বাংলা‘ তৃতীয় মৌসুম প্রচার শুরু হয়েছিল। প্রকাশিত হয়েছিল তিনটি গান । এর মধ্যে ২০২৪ সালের ২৫ মে প্রকাশিত হয়েছিল তৃতীয় গান ‘অবাক ভালোবাসা’। এরপর আর কোনো গান আসেনি।
এসএ