কয়েক মাস আগে প্রবাসী ছেলের সঙ্গে মোবাইল ফোনে বিয়ে হয় মেয়ের। ছেলে দেশে আসায় নববধূকে তুলে নেওয়া তারিখ ধার্য হয়। বিয়ে উপলক্ষে কনের বাড়িতে সব প্রস্তুতি সম্পন্ন ছিলো। আত্মীয়, স্বজনসহ প্রতিবেশিরাও উপস্থিত ছিলেন। একপর্যায়ে বরসহ ১২০ জন বরযাত্রী আসলেন। গেটে তাদের বরণ করতে গিয়ে ঘটে বিপত্তি।
কনেপক্ষ পার্টি স্প্রে ছিটিয়ে বরপক্ষকে বরণ করছিলো। মাত্রাতিরিক্ত পার্টি স্প্রে দেওয়ার অভিযোগ করে বরযাত্রীরা। শুরু হয় দুইপক্ষের তর্ক–বিতর্ক। একপর্যায়ে হাতাহাতি থেকে মারামারি শুরু হয়। লণ্ডভণ্ড হয়ে যায় পুরো অনুষ্ঠান।
এ ঘটনায় বউ না নিয়েই ফেরত গেছে বরপক্ষ।
গত শুক্রবার (৪ এপ্রিল) দুপুরের দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পুটিয়া গ্রামে কনের বাড়িতে এ ঘটনা ঘটে।
কনের বাবা সামেদ আলী মাতুব্বর বলেন, বিয়ের গেটে একটু আনন্দ–উৎসব ও পার্টি স্প্রে দেওয়া নিয়ে মারামারি হয়। আমি বরপক্ষের কাছে ক্ষমা প্রার্থনা করি। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। বরপক্ষের লোকজন খাবারের প্যান্ডেলসহ চেয়ার–টেবিল পর্যন্ত ভাঙচুর করে। খবার ফেলে দেয়। পরে তাদের সঙ্গে মেয়ে বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তারা ফেরত চলে যায়।
আল