রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনা নাড়া দিয়েছে শোবিজ অঙ্গনেও। এরইমধ্যে বেশ কয়েকজন শোক প্রকাশ করেছেন। শোক জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা সুপার স্টার শাকিব খান।
নিজের ফেসবুক পেজ থেকে তিনি লিখেছেন, ‘রাজধানীর উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন।’
এর আগে সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে এটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। রাজধানীর এ ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।