ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের একাংশ উদ্বোধন করতে অনুষ্ঠানস্থলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৭ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটের দিকে নতুন টার্মিনালে প্রবেশ করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান একদল শিশু শিল্পী। সেখান থেকে তাকে একটি চেক–ইন কাউন্টারে নিয়ে যাওয়া হয়। চেক–ইন কাউন্টার থেকে তাকে একটি নমুনা বোর্ডিং পাস দেয়া হয়। এরপর বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টার, সিকিউরিটি গেট, মুভিং ওয়াকওয়ে (স্ট্রেট এসকেলেটর) পরিদর্শন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ তৃতীয় টার্মিনাল ব্যবহার করে ঢাকা ত্যাগ করবে। টার্মিনালটি পুরোপুরি চালুর পর, ৩৭টি উড়োজাহাজ একসঙ্গে পার্কিং করতে পারবে।
এরইমধ্যে প্রকল্পের শতকরা প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৩০০ কোটি টাকা। আধুনিক সুযোগ–সুবিধার দৃষ্টিনন্দন এ টার্মিনালটি যাত্রীদের জন্য খুলে দেয়া হবে আগামী বছরের শেষ নাগাদ।
আল/ দীপ্ত সংবাদ