বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের পেছনে ক্ষমতাসীনদের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চলমান আন্দোলন থেকে জনদৃষ্টি ভিন্নখাতে ফেরাতেই এগুলো করা হচ্ছে বলে দাবি তার।
সোমবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক দলের এক প্রতিবাদ সমাবেশে বিএনপি মহাসচিব আরো বলেন, আগুন লাগার সম্পূর্ণ দায় সরকারের। সারের দাম বাড়িয়ে সরকার গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে বলেও সমালোচনা করেন তিনি। বলেন, এই সরকারকে ক্ষমতা থেকে সরানো ছাড়া কোন বিকল্প নেই। কঠোর আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগে স্বাধীন মত প্রকাশ বাধাগ্রস্ত হচ্ছে বলে মত বিশ্লেষকদের। সোমবার এক ভার্চুয়াল আলোচনায় তারা বলেন, আইনটির অপপ্রয়োগে অংশগ্রহণমূলক নির্বাচনও বাধাগ্রস্ত হতে পারে। তাই, দ্রুত আইন সংস্কার করে জনমানুষের কল্যাণে প্রয়োগের দাবি তাদের।
২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন পাসের সময়ই সবার আশঙ্কা ছিল, এর অপপ্রয়োগ নিয়ে। সম্প্রতি, প্রথম আলোর সাংবাদিক গ্রেপ্তার ও নওগাঁয় জেসমিনের মৃত্যুর ঘটনায় আইনটির যথেচ্ছ ব্যবহার নিয়ে উদ্বেগ দেখা দেয়। অভিযোগ উঠেছে, আইনটি কতিপয় ব্যক্তিকে সুরক্ষা দেয়ার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে।
বিশ্লেষকেরা বলছেন, জনগণের সাইবার সুরক্ষায় আইন প্রয়োজন। তবে, প্রচলিত আইনটিতে গণমাধ্যমের স্বাধীনতা বা মুক্তবাক বাধাগ্রস্ত হচ্ছে।
২০১৮ সালের আইনটি বাতিল বা সংস্কার করে প্রয়োগের ক্ষেত্রে আরও সাবধানতার ওপর জোর দেন বিশ্লেষকরা।
এমি/দীপ্ত