বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

বিপ্লব ও সংহতি দিবসে জিয়ার সমাধিতে যুবনেতা আইয়ুবের শ্রদ্ধা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা মহানগর যুবদলের আগামীর কমিটিতে শীর্ষ পদপ্রত্যাশী যুবনেতা মোহাম্মদ আইয়ুব।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতীয় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে অসংখ্য নেতাকর্মী নিয়ে তিনি এ পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন, যুবদল নেতা অপু, নাজমুল, মিলন, লিটন, রোমান, শহিদ, খালেক, মিল্টন, রিয়াজ, ওয়াদুদ, আসাদ, শাকিল, আশিক, জামাল, সাইফুল, সবুজ, বাপ্পি, বাবুল, সজলসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড যুবদলের অসংখ্য নেতাকর্মী দলীয় স্লোগানে জিয়া উদ্যান মুখরিত করে তোলেন।

কালবেলার সঙ্গে আলাপকালে মোহাম্মদ আইয়ুব বলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজ ঐতিহাসিক ৭ নভেম্বর, বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক আমাদের রাজনৈতিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে দেশে ও দেশের বাইরে অবস্থানকারী বাংলা ভাষাভাষী মানুষকে বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের কাছে একটাই অনুরোধ প্রয়োজনীয় সংস্কার করে অতি দ্রুত সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন। যে নির্বাচনের মাধ্যমে সাধারণ জনগণ তার রায়ের প্রতিফল ঘটাতে পারবে। যে সুযোগ থেকে আমরা ২০১৪, ২০১৮, ২০২৪এ বঞ্চিত হয়েছিলাম। যে সুযোগ থেকে হাসিনার ফ্যাসিস্ট সরকার আমাদের বঞ্চিত করেছিল।

তিনি বলেন, আমরা মনে করি বর্তমান অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে এবং আমি বিশ্বাস করি সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে।

বিগত সরকারের আমলে এত বড় আয়োজনে এই দিন পালন করতে না পারা প্রসঙ্গে তিনি বলেন, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি। আমাদের দলে প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকের এই দিনটিকে সাড়ম্বরে পালন করছে।

তিনি আরও বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকার গুমখুনের মাধ্যমে, গায়েবি মামলার মাধ্যমে, মানুষের জানমালের ক্ষতি করে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল। আমরা গত ১৭ বছর বিএনপিসহ অন্যান্য গণতন্ত্রমনা দলগুলো হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমাদের সহযোদ্ধারা শহীদ হয়েছেন, অসংখ্য সহযোদ্ধা আহত হয়েছেন। দীর্ঘ সংগ্রামের পর আজকের এই দিন শুধু বিএনপি নেতাকর্মীই নয়, জাতীয়তাবাদে বিশ্বাসী বাংলাদেশের যে কোনো নাগরিকের জন্য সত্যিই ভীষণ আনন্দের।

এর আগে বেলা ১১টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শ্রদ্ধা নিবেদনে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়াপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ বিএনপির কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More