একদিন বিরতি দিয়ে বৃহস্পতিবার (২ জানুয়ারি) মাঠে গড়াচ্ছে বিপিএল। মিরপুর স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে, ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী আর সন্ধ্যায় টেবিল টপার রংপুরের প্রতিপক্ষ ফরচুন বরিশাল।
নিজেরদের প্রথম ম্যাচে জয়ের সুবাতাস পেলেও, শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি দুর্বার রাজশাহী। তারুণ্য নির্ভর দলটির তারকা বলতে তাসকিন আহমেদ। জাতীয় লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক জিসান, প্রথম ম্যাচে পারেননি নিজেকে মেলে ধরতে। বিদেশিদের মধ্যে রায়ান বার্ল, সাদ নাসিম, লাহিরু সামারাকুনরা যদি পরের ম্যাচে কার্যত কোনো ভুমিকা রাখতে না পারে তাহলে বিপিএল টুর্নামেন্টের শুরু থেকেই চাপে পড়ে যাবে রাজশাহী।
লিটন–মুস্তাফিজদের পাশাপাশি বিদেশি ক্রিকেটাররাও পারেনি ঢাকাকে প্রথম ম্যাচে জেতাতে। তাই নিজের দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরতে চায় শাকিব খানের ফ্রাঞ্চাইজিটি।
অন্যদিকে, চাপে থেকেও কিভাবে ম্যাচ বের করে আনতে হয় তা আবারো দেখাল তারকা বহুল গত বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিম–মুশফিকের ব্যর্থতার দিনে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট হেসেছে।
উল্লেখ্য, সাত দলের মধ্যে রংপুর এরইমধ্যে দুটি ম্যাচ খেলেছে। টানা জয়ে তারা এখন টেবিল টপার।
মোহাম্মদ হাসিব/এসএ