চ্যাম্পিয়নরা নতুন মৌসুম শুরু করেছে ঠিক চ্যাম্পিয়নদের মতোই। গত মৌসুমে জয়ের ধারাবাহিকতা এই মৌসুমেও অব্যাহত রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
বিপিএল ফুটবলে এ মৌসুমের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে যাত্রা শুরু করে দ্যা কিংসরা। সম্প্রতি স্বাধীনতা কাপের ট্রফি ঘরে তুলে ফেডারেশন কাপ ও বিপিএলে দুর্দান্ত ফর্মে আছে দলটি।
বিপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে আজ শনিবার (৩০ ডিসেম্বর) ওস্কার ব্রুসোন শিষ্যরা মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। তাই এ ম্যাচকে ঘিরে বেশ নির্ভার রয়েছে দলটি।
ঘরের মাঠের রেকর্ডও কথা বলে কিংসদের পক্ষে। দলটির নামের পাশে নেই কোনো ম্যাচ হারার রেকর্ড। সে ধারা এ ম্যাচেও ধরে রাখতে প্রত্যয়ী তারা। দলের ভরসার প্রতীক হিসেবে থাকবেন রবসন, গফুরভ, তারীক কাজীরা। তবে নিষেধাজ্ঞায় দলের বাহিরে থাকলেও ফেডারেশন কাপ দিয়ে দলে ফিরেছেন গোল রক্ষক জিকো। তাই এ ম্যাচেও স্কোয়াডে থাকার সম্ভাবনা রয়েছে তার।
অতীত পরিসংখ্যানেও চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে এগিয়ে কিংসরা। ২০২২ থেকে এখন পর্যন্ত ৫ দেখায় ৫ বারই জয় ছিনিয়ে এনেছে তারা। তাই ঘরের মাঠ কিংস এরেনায় বেশ আত্মবিশ্বাসী থাকবে কিংসরা। তবে চট্টগ্রাম আবহনীও চাইবে এ ম্যাচ জিতে পুরোপুরি ৩ পয়েন্ট লুফে নিতে। কেননা নতুন মৌসুমে একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি তারা।
ম্যাচটি হওয়ার কথা ছিলো চট্টগ্রাম আবাহনীর হোম গ্রাউন্ড মুন্সিগঞ্জে। তবে আজ থেকে মুন্সীগঞ্জের মাঠে নির্বাচন কমিশনের নির্দেশে বিজিবি ক্যাম্প শুরু করায় ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। ভেন্যু সরিয়ে আনা হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনায়।
আজ ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৪ টায়।
তাকি/এসএ/দীপ্ত নিউজ