বিপিএলের এবারের আসরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। প্রথমে দুর্বার রাজশাহীর পেমেন্ট ইস্যু। এরপর সম্প্রতি জানা যাচ্ছে স্পট ফিক্সিংয়ের মতো অনাকাঙ্খিত এক খবর।
টুর্নামেন্টের সাত ফ্র্যাঞ্চাইজির কয়েকটির মালিকপক্ষেরই সন্দেহ এখন পর্যন্ত হওয়া অনেক ম্যাচেই ঘটেছে অস্বাভাবিক ঘটনা, যেগুলোর সঙ্গে স্পট ফিক্সিংয়ের সম্পৃক্ততা থাকতে পারে। এবারের বিপিএলে ওয়াইড বাউন্ডারির আধিক্য এবং আরও কিছু অস্বাভাবিক প্রবণতার কারণে ক্রিকেট সংশ্লিষ্ট অনেকের ধারণা, বিপিএলে ব্যাপক সংখ্যায় স্পট ফিক্সিং হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি দমন ইউনিটের একটি গোপন দল যৌথভাবে ৪০ এর বেশি স্থানীয় ও বিদেশি ক্রিকেটারের বিরুদ্ধে অখেলোয়াড়সুলভ আচরণের অভিযোগ তদন্ত করছে। এসব খেলোয়াড়ের বিরুদ্ধে ক্রিকেটের আদর্শ ও চেতনার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে নজরদারির পাশাপাশি ঘটনার অনুসন্ধানও চলছে।