একপেশে ম্যাচে রাজশাহীকে উড়িয়ে প্রথম জয় পেলো চিটাগং কিংস। বিপিএলে দুর্বার রাজশাহী‘কে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।৬২ বলে ১২৩ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন কিংস ব্যাটার উসমান খান।
চলমান বিপিএলে দ্বিতীয় শতক দেখলো দর্শকরা। চিটাগং কিংসের পাকিস্তানী ব্যাটার উসমান খানের শতকে, দুর্বার রাজশাহী‘র বিপক্ষে দুইশো ছাড়ানো চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দিলো চিটাগং।
যদিও ইনিংসের শুরুটা ভালো ছিলো না তাদের। ব্যক্তিগত শুণ্যতে সাজঘরে ফেরেন পারভেজ ইমন। এরপরের সময়টা শুধুই উসমান–গ্রাহাম ক্লার্কের। তারা দু‘জনে মিলে গড়েন ১২০ রানের জুটি। তাসকিন–হাসান মুরাদদের বল তুলোধুনো করে, মিরপুর স্টেডিয়ামে চার–ছক্কার ঝড় বইয়ে দেন তারা।
২১ বলে ৫০ রান করা উসমান, শতক হাঁকান ৪৮ বল খেলে। দারুণ ব্যাটিং করা ক্লার্ক, ব্যক্তিগত ৪০ রানে করে বিদায় নিলে ভাঙে এই জুটি। তাকে ফেরান সোহাগ গাজী।
এরপর মোহাম্মদ মিঠুনের সঙ্গেও ৬৩ রানের জুটি গড়েছেন উসমান খান। মিঠুন ফেরেন ১৫ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলে। বেশিক্ষণ ফিরতে পারেননি শামীম হোসেন। তার বিদায়ের পরই, প্যাভিলিয়ের পথে হাঁটেন খানসাহেবও। ব্যক্তিগত ১২৩ রানের ঝলমলে ইনিংস খেলেন এই ব্যাটার।
২২০ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়ায়, এম্যাচে ব্যাট হাতে ব্যর্থ দুর্বার রাজশাহী‘র এনামুল হক। আগের দুই ম্যাচে টানা অর্ধশতক হাঁকানো এই ব্যাটার ফেরেন আট রান করে।
প্রথম ইনিংসে যেখানে চার ছক্কার ঝড় উঠেছিলো, দ্বিতীয় ইনিংসে সেখানেই যেন বধ্যভূমি। রাজশাহী‘র ইনিংসে সর্বোচ্চ ৩২ রান করেন পাকিস্তানী ব্যাটার মোহাম্মদ হারিস। এছাড়াও ইয়াসির আলি ১৬, আকবর আলি ১৮, রায়ান বার্ল দশ আর সোহাগ গাজী খেলেন ১১ রানের ইনিংস।
বড় টার্গেট তাড়ায় মুখ থুবড়ে পড়া দুর্বার রাজশাহী, শেষ পর্যন্ত অলআউট হয় মাত্র ১১৪ রানে।
হাসিব/আল