শেষ হয়েছে এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। ড্রাফট থেকে ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে বিপিএলের ৭টি ফ্রাঞ্চাইজি।
তবে পরিচিত ও প্রতিষ্ঠিত ক্রিকেটারদের মধ্যে দল পাননি মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম।
গত আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নেতৃত্ব দিয়েছিলেন শুভাগত হোম চৌধুরী। তার নেতৃত্বে দলটি খেলেছিল প্লে অফ রাউন্ডে। ঢাকার ফ্যাঞ্চাইজির নেতৃত্বে শুরুতে ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। দেশের ঘরোয়া ক্রিকেটের এই দুই কার্যকর অলরাউন্ডার এবার বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেলেন না।
মুমিনুল এখনও জাতীয় টেস্ট দলের অপরিহার্য সদস্য। তাদের দল না পাওয়া কিছুটা অবাক করার মতো ঘটনাই বটে।
বিপিএলে নিয়মিত পারফর্ম করলেও আগ্রাসী ব্যাটার সৈকত আলি থেকেছেন উপেক্ষিত।
দল পাননি বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু, বাঁহাতি ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি। কেউ আগ্রহ দেখায়নি বাঁহাতি পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীর ব্যাপারেও।
আল/ দীপ্ত সংবাদ