আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী মৌসুমে অংশ নিতে এবার রেকর্ডসংখ্যক দশটি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে চারটি পুরনো ফ্র্যাঞ্চাইজি তাদের দল ধরে রাখতে চায়, আর ছয়টি নতুন ফ্র্যাঞ্চাইজি প্রথমবারের মতো বিপিএলের দৌড়ে নাম লিখিয়েছে। বিসিবি সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে দরপত্র জমা দেয়ার শেষ দিন বিপিএলের সফলতম দল ফরচুন বরিশাল দল নিতে আগ্রহ না দেখালেও অন্য পুরনো চার ফ্র্যাঞ্চাইজি দল চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে। বসুন্ধরা গ্রুপের রংপুর রাইডার্স, খুলনা টাইগার্সের সহযোগী প্রতিষ্ঠান মাইন্ড ট্রি, হারলেন গ্রুপের ঢাকা ক্যাপিটালস এবং সামির কাদের চৌধুরীর এসকিউ স্পোর্টস (চিটাগং কিংস) ইতোমধ্যে দরপত্র জমা দিয়েছে।
নতুন ছয় ফ্র্যাঞ্চাইজির মধ্যে রাজশাহী থেকে এসেছে দুটি প্রতিষ্ঠান– নাবিল গ্রুপ এবং দেশ ট্রাভেলস, যারা ‘রাজশাহী কিংস’ নামে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে। বরিশাল অঞ্চলের প্রতিনিধিত্বে ‘আকাশবাড়ী হলিডেজ’ বিপিএলে যোগ দিতে আগ্রহ দেখিয়েছে।
এছাড়া সিলেট থেকে ‘জগলু এন্ড ক্রিকেট উইথ সামি’ প্রতিষ্ঠান ‘সিলেট স্ট্রাইকার্স’ নামে দল নিতে চায়। কুমিল্লা থেকে এসএস গ্রুপ ‘কুমিল্লা ফাইটার্স’ নামে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে। নোয়াখালী থেকেও ‘বাংলা মার্ক’ নামে একটি নতুন ফ্র্যাঞ্চাইজি বিপিএলে যোগ দেয়ার জন্য দরপত্র দিয়েছে।
বিসিবির কর্মকর্তারা জানিয়েছেন, জমা দেওয়া দরপত্রগুলো যাচাই–বাছাইয়ের পর অনুমোদিত ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম শিগগিরই ঘোষণা করা হবে।