বিপিএলের শেষাংশে দলগুলোর মধ্যে বিদেশি বড় তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানোর চেষ্টা চলছে। সে তালিকায় সবার উপরে রয়েছে প্লে অফ নিশ্চিত করা রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল।
জানা গেছে, এরইমধ্যে এক বিদেশি খেলোয়াড়কে আনা চূড়ান্ত করে ফেলেছে রংপুর। আরও দুই বিদেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে দলটি।
রংপুর ফ্র্যাঞ্চাইজি সূত্রের দাবি, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং ক্যারিবিয়ান সুনীল নারাইনের সঙ্গেও চুক্তির আনুষ্ঠানিকতা সেরে ফেলা হয়েছে। কোন সময়ে কাকে আনা হবে, সেটি ঠিক হবে পয়েন্ট টেবিলে দলের অবস্থান বুঝে।
দলের নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, অস্ট্রেলিয়ার টিম ডেভিডের আসাও প্রায় চূড়ান্ত।
আজ সিডনি থান্ডার্সের হয়ে বিগ ব্যাশ ফাইনাল খেলার পর ওয়ার্নারের বিপিএলে আসতে সমস্যা হওয়ার কথা নয়। প্লে–অফেই রংপুরের হয়ে দেখা যেতে পারে তাকে। আর নারাইনকে ফাইনালে খেলানোর ইচ্ছা রাইডার্সের।
এর আগে ২০১৮–১৯ মৌসুমে বিপিএলে খেলেছেন ওয়ার্নার। সে সময়ে সিলেট সিক্সার্সের হয়ে বিপিএল মাতান এই অজি তারকা। বিপিএলের পরিচিত মুখ সুনিল নারাইন এ পর্যন্ত খেলেছেন ছয় মৌসুম।
চলতি আসরে দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে বরিশাল। দলের ব্যাটিং শক্তিশালী হলেও বোলিং নিয়ে বেশ চিন্তিত তামিম বাহিনী।
এরইমধ্যে নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনকে দলে ভেড়ানোর চেষ্টা করছে তারা।
দলের এক কর্মকর্তা জানান, ‘আমরা এসএ২০ আর অন্য লিগগুলো শেষ হওয়ার অপেক্ষায় আছি। ফ্রি হলে কাইল মায়ার্স ফিরতে পারেন। বড় কোনো পেসার আনা হতে পারে।
এছাড়া চিটাগং কিংস, খুলনা টাইগার্সও বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানোর চেষ্টা চালাচ্ছে।
আল