বিপিএলে এবার সাকিব আর তামিমের লড়াইয়ের অপেক্ষা। শনিবার (২০ জানুয়ারি) দশম আসরের দ্বিতীয় দিনে মাঠে গড়াচ্ছে হাইভোল্টেজ ম্যাচ।
মিরপুরের হোম অব ক্রিকেটে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়।
মাঠের বাইরের আলোচনা সমালোচনা ছাপিয়ে, এবার মাঠে নামবেন তামিম আর সাকিব। সেই আফগানিস্তান সিরিজের পর, এবারই প্রথম ময়দানে দেখা হবে বাংলাদেশের দুই কান্ডারির। তবে তা আলাদা জার্সিতে। রংপুরের হয়ে মাঠে নামবেন সাকিব আল হাসান। আর ফরচুনের দলনেতা হিসেবে নামবেন তামিম ইকবাল।
আরও পড়ুন: বিপিএলের উদ্ধোধনী ম্যাচে ঢাকার জয়
বিপিএলে এখন পর্যন্ত একবারই শিরোপার দেখা পেয়েছে রংপুর। সেটাও ২০১৭ সালে। আর ২০১৯ সালে ফাইনালই ছিলো বরিশালের সর্বোচ্চ অর্জন। তাই এবার দুই দলই জয় দিয়ে আসর শুরু করতে চাইবে।
দলের বিদেশি তারকারা অনেকে এখনও ডেরায় এসে পৌঁছায়নি। তাই তরুণ খেলোয়াড়দের নিয়েই প্রতিরোধ গড়ে তুলতে চাইবেন কোচেরা। এছাড়া এবার শিরোপা খরা কাটাতে মরিয়া ফরচুন বাহিনী।
উল্লেখ্য, দিনের অন্য ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। বিপিএলের দ্বিতীয় আসরে ফাইনালের পর, আর কোনো আসরেই ফাইনালে খেলার সৌভাগ্য হয়নি চট্টগ্রামের। তাই এবার সেই ক্ষরা কাটাতেই মাঠে নামবে তুষার ইমরানের শিষ্যরা।
আরও পড়ুন: বিপিএল: সিলেটকে বড় ব্যবধানে হারাল চট্টগ্রাম
এসএ/দীপ্ত নিউজ