আগামীকাল শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের মধ্যকার ফাইনাল দিয়ে পর্দা নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। এদিন সন্ধ্যায় প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে তামিমের বরিশাল।
দেশের সবচেয়ে রোমাঞ্চকর এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারও প্রাইজমানিতে কোনো পরিবর্তন আনেনি। চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। রানার্স আপ দল পাবে এক কোটি টাকা। আসরের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে ১০ লাখ টাকা।
ফাইনাল সেরা, সর্বোচ্চ রান সংগ্রাহক ও সবচেয়ে বেশি উইকেট শিকারী বোলার পাবে যথাক্রমে ৫ লাখ টাকা করে। এছাড়া টুর্নামেন্টের সেরা ফিল্ডার পাবে ৩ লাখ টাকার প্রাইজমানি।
অন্যান্য ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি–টোয়েন্টি লিগগুলোর তুলনায় বিপিএলে প্রাইজমানির পরিমাণ কমই বলা যায়। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর প্রাইজমানির দিক থেকে শীর্ষ পাঁচেও নেই বিপিএল।
বিপিএল ২০২৪ এর পুরস্কারের তালিকা–
চ্যাম্পিয়ন দল – ২ কোটি
রানার–আপ দল – ১ কোটি
ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় – ৫ লাখ
টুর্নামেন্টের সেরা ফিল্ডার – ৩ লাখ
টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক – ৫ লাখ
টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক – ৫ লাখ
প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট – ১০ লাখ