দ্বাদশ বিপিএলের জন্য পাঁচটি দলের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে মালিকপক্ষ পরিবর্তনের কারণে দলগুলোর নাম বারবার বদলানো হতো, যা নিয়ে সমালোচনাও থাকত। এবার আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করায় সব কিছু স্থির হলো।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে দলগুলোর নাম ঘোষণা করা হয়েছে।
পাঁচ দলের মধ্যে তিন কোম্পানি প্রথমবারের মতো দল নিচ্ছে বিপিএলে। পুরাতন ফ্র্যাঞ্চাইজি হিসেবে থাকছে দুই দল। যেখানে রংপুর রাইডার্সের মালিকানা ধরে রেখেছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস এবং ঢাকা ক্যাপিটালসের মালিকানা ধরে রেখেছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক–হারল্যান)।
চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানা এবার পেয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড, দলের নাম হবে চট্টগ্রাম রয়্যালস। নাবিল গ্রুপের পাওয়া রাজশাহীর দলটির নাম হবে রাজশাহী ওয়ারিয়রস। এ ছাড়া ‘ক্রিকেট উইথ সামি’র মালিকানায় খেলবে সিলেট টাইটানস।