বিপিএলের একাদশ আসরের অন্যতম দল খুলনা টাইগার্স। মেহেদী মিরাজের নেতৃত্বে খুলনার দিকে এবার বাড়তি নজর থাকবে সবার। আফিফ হাসান–নাসুমদের নিয়ে গড়া দলটার ঝুলিতে নেই বিপিএলের কোনো শিরোপা। শুধুমাত্র ২০১৯–২০ সালে একবার ফাইনালে খেলেছিলো টাইগার্স।
বিপিএলের এবারের আসরে খুলনার নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। সদ্যই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তার নেতৃত্বেই ১৫ বছর পর ক্রিকেটের কুলিন ফরম্যাটে জয় পেয়েছে বাংলাদেশ। তাই এবার খুলনা ফ্রাঞ্চাইজিটি তার দিকেই মুখিয়ে থাকবে তা নিশ্চিত।
বিপিএলে এখন পর্যন্ত শিরোপা ছুয়ে দেখা হয়নি খুলনার। ২০১২ সালের প্রথম আসরে সেমিফাইনাল খেলার পর, ২০১৯–২০ মৌসুমে একবার ফাইনালে খেলার সৌভাগ্য হয়েছিলো দলটার। তাই অধরা শিরোপা জয়ের মিশন এবার টাইগারদের মাথায়। দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন, তালহা জুবায়ের।
খুলনা টাইগার্সের ডেরায় আছেন একঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার। সরাসরি চুক্তিতে খুলনায় অধিনায়ক হিসেবে যোগ দিয়েছেন মিরাজ। এছাড়া ড্রাফট থেকে হাসান মাহমুদ, নাইম শেখ, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান জয়, জিয়াউর রহমান, মোহাম্মদ হাসনাইন।
খুলনা রিটেইন খেলোয়াড় হিসেবে দলে ভিড়িয়েছে আফিফ হোসাইন ও মাসুম আহমেদকে। বিদেশিদের মধ্যে সরাসরি চুক্তিতে আছেন মোহাম্মদ নাওয়াজ, ওশানে থমাস।
পেস বিভাগের নেতৃত্ব দেবেন রুবেল হোসেন। যদিও ড্রাফটে তিনি জায়গা না পেলেও পরে তাকে দলে ভিড়িয়েছে খুলনা। বিদেশিদের মধ্যে আছেন মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরির মতো তারকারা। এছাড়া ফ্রেঞ্চাইজিটি দলে ভিড়িয়েছে আফগান তারকা ইব্রাহিম জাদরান, দরবেশ রসুলিকে।
ইশান হাসান/এজে/ দীপ্ত সংবাদ