রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

বিপর্যয়ের মুখে কলকাতার সিনেমা-ধারাবাহিকের শুটিং

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন টালিউডের পরিচালকরা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রবিবার (২৮ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে এ তথ্য জানিয়েছে ডিরেক্টরস গিল্ড।

বিজ্ঞপ্তির বলা হয়েছে, ‘অধিকাংশ পরিচালক সদস্যের আবেগ ও মতামতকে গুরুত্ব এবং মান্যতা দিয়ে সংগঠনের কার্যকরী সমিতি আগামীকাল ২৯ জুলাই থেকে যতদিন পর্যন্ত না পরিচালকদের সমস্যার সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত বাংলা ভাষার সমস্ত শুটিং ফ্লোরে সদস্যদের অনুপস্থিত থাকতে অনুরোধ করছে। বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার ক্ষেত্রে এই অনুরোধ প্রযোজ্য নয়।’

এর আগে রবিবার সকাল থেকেই ডিরেক্টরস গিল্ডের সদস্যরা এই বিষয়ে আলোচনায় বসেছিলেন। তাঁদের বার্তালাপ অনুযায়ী, ‌‘শনিবার, ২৭ জুলাই রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় একটি বাংলা ছবির শুটিং টেকনিশিয়ান স্টুডিওতে ছিল। ফেডারেশনের আওতাভুক্ত কলাকুশলীরা সেই শুটিংয়ে উপস্থিত হননি। ফলে শুটিং করাই যায়নি। এবং সেখানে উপস্থিত পরিচালক, অভিনয়শিল্পী সকলে অপমানিত হন।’

জানা গেছে, এ প্রসঙ্গে অগ্রজ পরিচালকদের সঙ্গে আলোচনা করে স্থির হয়, কলাকুশলীরা রাহুলকে নির্দিষ্ট ছবির পরিচালক হিসেবে মেনে না নিলে, তার সঙ্গে শুটিং করতে রাজি না হলে পরিচালকেরা ২৯ জুলাই অর্থাৎ সোমবার থেকে অসহযোগিতায় যেতে বাধ্য হচ্ছেন। মীমাংসা না হওয়া পর্যন্ত এই অবস্থান থেকে তারা নড়বেন না।

এ বিষয়ে ডিরেক্টরস গিল্ডের বিজ্ঞপ্তিতে যুক্তি দেখানো হয়, ‘আমরা মনে করি, ফেডারেশন একটা ইন্ডাস্ট্রির একচ্ছত্র নিয়ামক সংস্থা হতে পারে না। ভুলভ্রান্তি, সমস্যা যাই হয়ে থাক, তার সমাধান না করে কাউকে জোর করে কর্মবিরতি নিতে বাধ্য করা অসাংবিধানিক। বিশেষত, ভুল বোঝাবুঝি থেকে আমাদের ডিরেক্টর্স গিল্ড রাহুল মুখোপাধ্যায়ের ওপর আরোপিত কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার পরেও যেভাবে বাকি গিল্ডের কলাকুশলীরা অসহযোগিতার পথে হেঁটেছেন তা শুধু রাহুলের জন্য নয়, আমাদের প্রত্যেক পরিচালকের জন্য অপমানজনক এবং ক্ষতিকারক। আমাদের এই সিদ্ধান্তের ফলস্বরূপ আগামীতে যদি মাধ্যম নির্বিশেষে কোনো পরিচালক কোনো রকম সমস্যার মুখে পড়েন, তার পাশে সমস্ত পরিচালকরা দাঁড়াবেন, সেই অঙ্গীকারও আমরা করছি।’

ইতিমধ্যে এই ডিরেক্টরস গিল্ডের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে পরিচালকদের সই সংগ্রহ করা হয়েছে। এতে সম্মতি জানিয়ে সই করেছেন রাজ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, অনীক দত্ত, অতনু ঘোষ, দেবালয় ভট্টচার্য, পরমব্রত চট্টোপাধ্যায় প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশে এসে গোপনে একটি ওয়েব সিরিজের শুটিং করায় নির্মাতা রাহুল মুখোপাধ্যায়কে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে কলকাতার ‘ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া’। এ নিয়ে কয়েকদিন ধরেই উত্তপ্ত টলিউড। দফায় দফায় আলোচনায় বসেও সমাধানে পৌঁছাতে পারেননি সংশ্লিষ্টরা।

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More