প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় ১২ টাকা, অথচ নেওয়া হচ্ছে মাত্র ৬ টাকা। এ খাতে ভর্তুকির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রেখে তিনি বলেন, যুক্তরাজ্যে বিদ্যুতের দাম বেড়েছে শতকরা ১৫০ ভাগ। খরচের সমান মূল্য পাওয়া গেলে, সরবরাহ সহজ হবে বলে উল্লেখ করেন সরকারপ্রধান।
রাজধানীর আগারগাঁওয়ে নির্মিত হয়েছে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ- বিডা’র নতুন ভবন। একই এলাকায় নতুন ভবন পেয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড। রবিবার স্থাপনা দুটির উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে বিডার ভবনে আসেন সরকারপ্রধান। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে, কাজ সহজ করতে স্থাপনাটি নির্মাণ করেছে সরকার।
বৈশ্বিক কঠিন বাস্তবতার মধ্যেও সরকার স্বল্প দামে বিদ্যুৎ সরবরাহ করছে বলে উল্লেখ করেন তিনি। পরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন ভবন ও রাজস্ব সম্মেলন ২০২৩ এর উদ্বোধন করেন। বলেন, সরকারের উন্নয়নযজ্ঞের কারণে তৃণমূলে কর দেওয়ার সক্ষমতা বেড়েছে।
কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান, সরকারের প্রধান নির্বাহী।