গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের জমি অবৈধভাবে দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। সোমবার (২০ মার্চ) সকাল ১১টায় শহরের ডিবি রোডে নাট্য সংস্থার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন থেকে গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা করে আসছে। তারা সরকারি স্কুলের খেলার মাঠ দখল কওে শিক্ষার্থীদের খেলাধুলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ানোর পরিকল্পনা করেছেন। এতে বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা খেলার মাঠ দখলের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।
এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র পরিষদ। এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র মতলুবর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব আহম্মেদ, জেলা বারের সাবেক সভাপতি এ্যাডভোকেট সেকেন্দার আনাম আজমসহ অন্যরা। আরও উপস্থিত ছিলেন, স্কুলটির সাবেক শিক্ষক, শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থীসহ সমাজের সচেতন ও শিক্ষানুরাগী ব্যক্তিগণ।
এমি/দীপ্ত