ফেনীতে ৩৬ বোতল বিদেশী মদ ও চার কেজি গাঁজাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানা পুলিশ।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ফেনী শহরের সুলতানপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন– ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের তালতলা গ্রামের বেলাল হোসেনের ছেলে দিদারুল ইসলাম বাবু (২৫) এবং একই ইউনিয়নের আশ্রয়ণ এলাকার আবদুল গফুরের ছেলে বেলাল হোসেন সুজন (২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী পৌরসভার ছয় নং ওয়ার্ডের সুলতানপুর এলাকায় অভিযান চালায় ফেনী মডেল থানা পুলিশের সদস্যরা। এ সময় গালস ক্যাডেট কলেজের পূর্ব পাশে আমিন বাজার সড়ক সংলগ্ন খালেক চেয়ারম্যানের কলোনীর এক ভাড়াটিয়ার বাসা থেকে ৩৬ বোতল বিদেশী মদ ও চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে বাবু ও সুজন নামের দুই কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় ফেনী মডেল থানায় সাতজনের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। এজহারভুক্ত আসামী আবু বকর স্থানীয় ছয় নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফারুক আহমেদের ভাই। অন্যান্য আসামীরা ফারুকের ঘণিষ্টজন বলে স্থানীয় সূত্র দাবি করেছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, সুলতানপুর থেকে মাদক উদ্ধারের ঘটনায় সাতজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এজহারকৃত আসামীদের মাঝে বাবু এবং সুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হবে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ দিকে ফেনী পৌর সভার ছয় নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফারুক আহমেদ জানান, মাদক উদ্ধারের মামলায় আমার ভাই আবু বক্করকে ষড়যন্ত্রমূলক ভাবে আসামী করা হয়েছে। এ ঘটনায় আমাকেও জড়ানোর চেষ্টা করা হয়েছে। আমাকে হেয় প্রতিপন্ন করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এসব ষড়যন্ত্র করে যাচ্ছে বলে দাবি করেন যুবলীগের এ নেতা।
আবদুল্লাহ আল–মামুন/পূর্ণিমা/দীপ্ত নিউজ