কোপা শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন অ্যাঞ্জেল ডি মারিয়া, ঘোষণা দিয়ে রেখেছিলেন আগেই। ফাইনালের আগেও সতীর্থদের থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। তার হাতে তুলে দেওয়া হয় স্পেশাল জার্সিও।
তার পরেরটা শুধুই ইতিহাস। আর্জেন্টিনার প্রতিটি ফাইনালের মতোই দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন ‘অ্যাঞ্জেল ডি মারিয়া’। কলম্বিয়াকে ১–০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের পাশাপাশি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও জিতে নেন ডি মারিয়া।
এমন বিদায়ই তিনি চেয়েছিলেন, যা ফাইনাল শেষে জানিয়েছেন নিজের প্রতিক্রিয়ায়। বিদায়ী ম্যাচের প্রায় পুরো সময়ই (১১৬ মিনিট) খেলেছেন ডি মারিয়া। সাম্প্রতিককালের কোনো ম্যাচে এত লম্বা সময় তার মাঠে থাকার ঘটনাও বিরল।
ম্যাচের পর ডি মারিয়া বলেছেন, ‘মনে হয়েছিল এটি খুব সহজ, কিন্তু এই যাত্রা কঠিন ছিল। আমি নিজেকে একপাশে রাখছি, আরেকপাশে থাকা আর্জেন্টিনার এই প্রজন্মের কাছে আমি অনেক কৃতজ্ঞ, আমি যেমনটা চেয়েছিলাম সেটি পূরণে তারা নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়েছে। দারুণ এই অর্জন নিয়েই আমি বিদায় নিচ্ছি। আমি আগের প্রজন্মের সঙ্গে বিশেষ কিছু জয়ের আশা করেছিলাম, যা তারা ডিজার্ভ করত।’
আল / দীপ্ত সংবাদ