ইন্টারনেট সেবার পাশাপাশি ২০০৯ সাল থেকে বাংলাদেশে ভেহিকল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) যন্ত্র বাজারজাত করছে দেশি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বিডিকম অনলাইন। এক যুগ ধরে বিশ্বের অন্যতম ভিটিএস ও আইওটি যন্ত্র নির্মাতা প্রতিষ্ঠান কনকক্স ইনফরমেশন টেকনোলজির পণ্য ও প্রযুক্তিসেবা বাংলাদেশে বাজারজাত করছে প্রতিষ্ঠানটি।
কনকক্স ইনফরমেশন টেকনোলজির পণ্য ও প্রযুক্তিসেবা দেওয়ার এক যুগ পূর্তি উপলক্ষে আজ সোমবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিডিকম অনলাইন। সংবাদ সম্মেলনে কনকক্স ইনফরমেশন টেকনোলজির দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক বিক্রয় পরিচালক মেলোডি চ্যান বলেন, বাংলাদেশে কনকক্সের ভেহিকল ট্র্যাকিং যন্ত্র জিটি ০৬ এন এবং ভিজি ০৩ সিরিজের একমাত্র পরিবেশক হিসেবে এক যুগ ধরে সাফল্যের সঙ্গে কাজ করছে বিডিকম। ভিটিএস প্রযুক্তি যানবাহনের সুরক্ষার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কনকক্সের ভেহিকল ট্র্যাকিং যন্ত্র যানবাহনের অতিরিক্ত গতি ও দুর্ঘটনার আশঙ্কা শনাক্ত করে সতর্কবার্তা পাঠানোর মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সংবাদ সম্মেলনে বিডিকম অনলাইনের ব্যবস্থাপনা পরিচালক ও ভেহিকল ট্র্যাকিং সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন আব বাংলাদেশের (ভিটিএসপিএবি) প্রেসিডেন্ট এস এম গোলাম ফারুক আলমগীর বলেন, ভেহিকল ট্র্যাকিং যন্ত্রের মাধ্যমে ব্যক্তিগত, বাণিজ্যিক ও গণপরিবহন ব্যবস্থাপনা, চালকের গতিবিধি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের মাধ্যমে সড়ক দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। বাজারে অবৈধ ও অননুমোদিত ভেহিকল ট্র্যাকিং যন্ত্র বিক্রি হওয়ায় সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি ক্রেতারাও ভালো মানের পণ্য ব্যবহার করছেন না। সমস্যা সমাধানে যানবাহনে সরকার অনুমোদিত ভেহিকল ট্র্যাকিং যন্ত্র ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিডিকম অনলাইনের প্রধান কারিগরি কর্মকর্তা এস এম কামরুজ্জামান, প্রধান আর্থিক কর্মকর্তা ফাকের আহমেদ, প্রধান কৌশলগত কর্মকর্তা গাজী জিহাদুল কবির ও প্রধান তথ্য কর্মকর্তা আনোয়ার হাসান সাবির।