নীতিমালার অভাব এবং নজরদারির দুর্বলতায় আন্তর্জাতিক এসএমএস সার্ভিস থেকে বছরে ২০০ কোটি টাকার বেশি রাজস্ব হারাচ্ছে সরকার। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র দুর্বলতার কারণে এ খাত থেকে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিচ্ছে মোবাইল অপারেটরগুলো।
রবিবার (২৫ মে) রাজধানীর মহাখালীতে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়।
এ সময় ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরস ফোরাম এর পক্ষ থেকে দাবি করা হয়, এ শিল্পে বিদেশি কোম্পানিগুলোকে অযাচিত সুবিধা দিয়ে রেখেছে বিটিআরসি। উদ্যোক্তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকার কিছু স্বার্থান্বেষী মহলকে সুবিধা দিতে অবিবেচকের মতো ২৯টি প্রতিষ্ঠানকে আইজিডব্লিউ লাইসেন্স দেয়। সে সুযোগে ৬টি প্রতিষ্ঠান বিটিআরসি’র ৯২১ কোটি টাকাসহ সহযোগী দুটি স্টেকহোল্ডারের প্রায় সাড়ে ১৫শ কোটি টাকা পরিশোধ না করে পালিয়ে যায়।
আইজিডব্লিউ প্রতিষ্ঠানগুলোর অভিযোগ, স্টেকহোল্ডারদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং ব্যবস্থা সংস্কার নীতিমালার খসড়া তৈরি করেছে বিটিআরসি। এ নীতিমালা চূড়ান্ত অনুমোদন পেলে বিপুল অঙ্কের দেশি বিনিয়োগ মারাত্মক হুমকিতে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করা হয়।
উদ্যোক্তারা বলেন, দেশি আইজিডব্লিউ প্রতিষ্ঠানগুলো বন্ধের যে পাঁয়তারা চলছে তা সফল হলে বিপুল সংখ্যক শিক্ষিত মানুষ চাকরি হারাবেন।
রুবায়েত হাসান/দীপ্ত নিউজ