ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকা অষ্টজঙ্গল থেকে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
রবিবার (৫ জানুয়ারি) ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সুলতানপুর ব্যাটালিয়নের সালদানদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় টহল পরিচালনাকালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়।
আটকরা হলেন– ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কলমছড়া থানার গৌরাঙ্গগোলা গ্রামের বাসিন্দা মো. ওহিদ মিয়ার ছেলে মো. রাজু আহম্মেদ (২৬) এবং একই গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মো. সোহাগ হাসান (২৫)। তারা উভয়ই ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কলমছড়া থানার গৌরাঙ্গগোলা গ্রামের বাসিন্দা।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা চোরাচালানি পণ্য পাচারে সহায়তা করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন। চোরাচালানের সাথে জড়িত থাকার অপরাধে এবং অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আটকদের কসবা থানায় সোপর্দ করা হয়েছে।