মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

বিজয় দিবসের আগের রাত্রে মুক্তিযোদ্ধার কবরে আগুন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান খানের কবরের ওপর আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা কবরের ওপর শুকনো গাছের ডাল ও পাতা রেখে আগুন লাগিয়ে দেয়৷

পরিবার ও পুলিশ সূত্রে জানায়, নিয়ামতপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। তিনি ২০১০ সালের ৮ জানুয়ারি মৃত্যুর পরে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী বাড়ির বসতঘরের পাশেই তাকে দাফন করা হয়। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে স্বামীর কবর জিয়ারত করতে গিয়ে তার স্ত্রী মাহফুজা বেগম কবরের ওপর পোড়া ছাই ও আগুনের চিহ্ন দেখে তিনি চিৎকার দিলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তার মেয়ে স্থানীয় প্রশাসন এবং মুক্তিযোদ্ধাদের জানান।

মুক্তিযোদ্ধার ভাতিজা শফিকুর রহমান টিটু বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার ঘটনা নেক্কারজনক ও দেশবাসীর জন্য লজ্জাজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

মুক্তিযোদ্ধার মেয়ে আফরোজা আক্তার বলেন, আজকে মহান বিজয় দিবস। আমাদের জন্য গর্বের দিন। অথচ এই দিনে একজন মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার মতো ঘৃণিত কাজ হয়েছে। এটি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ছোট করার জন্যই করা হয়েছে।

মুক্তিযোদ্ধার স্ত্রী মাহফুজা বেগম বলেন, আমার স্বামী একজন সরকারি চাকরিজীবী ছিলেন, জীবিত থাকতে তার সাথে কারও কোন বিরোধ ছিলোনা। আমাদের সাথেও কারও কোন বিরোধ নেই। তাহলে কারা করলো এই কাজ। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চাই।

শরীয়তপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুল আজিজ সিকদার বলেন, বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার মতো জঘন্য ঘটনা গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিবারের সঙ্গে কথা বলেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সালাউদ্দিন রুপম

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More