বিক্রি বাড়াতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রচুর ছাড় ছিচ্ছেন ব্যবসায়ীরা। আজ একটির সঙ্গে বিনা মূল্যে দেওয়া হয় ১০টি পর্যন্ত পণ্য। তবে, দোকানিদের বিরুদ্ধে অপকৌশলের আশ্রয় নেওয়ার অভিযোগ করেন ক্রেতারা।
যখন আপনি কিনবেন একটি পণ্য । ধারণা করুন তো বিক্রি বাড়াতে তার সাথে কয়টি পণ্য বিনামূল্যে দেয়া হতে পারে ? একটি দুইটি অথবা তিনটি ? কিন্তূ এই পণ্যটির সাথে বিনামূল্যে দেয়া হচ্ছে অন্তত ১০টি পন্য। প্রতিবারের মতো এবারও বাণিজ্য মেলায় এমন কিছু পণ্যের পসরা সাজিয়েছে বিক্রেতারা।
এই দোকানে দশ কেজির একটি মিয়াকো ওয়াশিং মেশিনের সাথে বিনা মূল্যে দেওয়া হচ্ছে রাইস কুকার, ডিনার সেট, ব্লেন্ডার মেশিন, রুটি মেকার, প্রেসার কুকারসহ দশটি পণ্য। এর দাম ধরা হয়েছে ৫৮ হাজার টাকা। এরপরও এক ক্রেতাকে দেওয়া হলো আট হাজার টাকা ডিসকাউন্ট।
এই প্রতিষ্ঠানের একটি ওভেন বা টিভি বিক্রি হচ্ছে ২৮ থেকে ৫২ হাজার টাকায়। সঙ্গে বিনা মূল্যে ১০টি পণ্য। আরও অনেক স্টলেই দেওয়া হচ্ছে ব্যাপক ছাড়। তবে, পণ্যের মান ও বিক্রেতাদের বিরুদ্ধে কৌশলের অভিযোগ এনেছেন অনেকে।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আয়োজনে, বাংলাদেশসহ ১৮ দেশের ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। গতবার এ সংখ্যা ছিল ২২৫।