দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় আজ শুক্রবার রংপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে তিনি জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল পৌনে ৪টায় রংপুরের পীরগঞ্জ বাবনপুরে উপস্থিত হয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারম্যানের একান্ত সচিব এ বিএম আব্দুস সাত্তার।
এ বিষয়ে রংপুর পীরগঞ্জ–৬ আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিকেলে পীরগঞ্জে আসবেন।
সেখানে তিনি জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেবেন তিনি। এরপর তারেক রহমান রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন।
এদিকে তারেক রহমানের সফরকে ঘিরে ইতোমধ্যে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই সফর রংপুরে বিএনপির জন্য ‘টনিকের মতো’ কাজ করবে বলে জানিয়েছেন নেতারা। তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা।
তারেক রহমানের নির্বাচনী জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে দিয়েছে। ইতোমধ্যে মাঠ পরিদর্শন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
পুলিশের পোশাকের পাশাপাশি সাদা পোশাকে বাড়ানো হয়েছে নজরদারি বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী।
বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জানিয়েছেন, তারেক রহমানের এই সফর ও জনসভা সফল করতে দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই ঈদগাহ মাঠে সমাবেশের মঞ্চ তৈরির কাজ শুরু হয়। পাশাপাশি জনসভায় নেতা–কর্মী ও সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে এলাকায় মাইকিং করা হচ্ছে।
রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর–৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী সাইফুল ইসলাম বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে রংপুরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ–উদ্দীপনা দেখা যাচ্ছে।
সফরকালে তিনি জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন–এটি আমাদের জন্য আবেগঘন ও গুরুত্বপূর্ণ মুহূর্ত।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর–৩ (সদর ও আংশিক সিটি) আসনের প্রার্থী শামসুজ্জামান সামু বলেন, দলের প্রধানের রংপুর আগমনকে কেন্দ্র করে পুরো জেলা ও মহানগর বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। কালেক্টরেট মাঠের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে বলে আমরা আশা করছি। তারেক রহমান এ জনসভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।