নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল। তবে বিজিবির বাধার মুখে কাজ না করেই ফিরে গেছে তারা।
বিজিবির নওগাঁ ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যদের গাছপালা কাটতে এবং এক্সকাভেটর দিয়ে মাটি কাটার কাজ করতে দেখা যায়। বিজিবি এ কার্যক্রম বন্ধ করতে বলার পর বিএসএফ সদস্যরা ফিরে যান। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত ওই এলাকায় বিএসএফের কোনো কার্যক্রম চোখে পড়েনি। তবে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল ইকবাল আরও জানান, বস্তাবর সীমান্তে প্রায় ৬০০ গজের মধ্যে দুই দেশের কোনো স্থায়ী বেড়া নেই। আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে ফসল চাষ ছাড়া কোনো স্থাপনা নির্মাণের অনুমতি নেই। কিন্তু বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভেঙে কাঁটাতারের বেড়া দিতে আসেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে বেড়া নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
বিজিবির এই কর্মকর্তা জানান, সীমান্ত আইন লঙ্ঘনের বিষয়ে তাৎক্ষণিক মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে বস্তাবর সীমান্তচৌকি–সংলগ্ন সীমান্তের শূন্যরেখায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।