গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। সে সময় তাকে জরুরিভিত্তিতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের পর্যবেক্ষণ শেষে সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তিনি বাসায় ফেরেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তার একান্ত সহকারী ইউনুছ আলী বলেন, ‘স্যারের ইসিজি, ইকো, আলট্রাসনোগ্রাফ, ট্রপোনিনসহ স্বাস্থ্যগত বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষা করা হয়। আল্লাহর রহমতে সব ভালো এসেছে, চিকিৎসকেরা তিন–চার দিন বিশ্রামে থাকতে বলেছেন।
৭৫ বছর বয়সী এই রাজনীতিবিদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রয়েছে। মাঝে দুইবার তিনি কোভিডেও আক্রান্তও হয়েছেন।
সে সময় হাসপাতাল ভর্তির দুই দিন পর বাসায় ফেরেন বিএনপি মহাসচিব। এরপর ১০ ফেব্রুয়ারি সস্ত্রীক যান সিঙ্গাপুর। সেখানকার ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটালে (এনইউএইচ) চিকিৎসা শেষে দেশে আসেন ১৬ ফেব্রুয়ারি।
যূথী/ দীপ্ত সংবাদ