প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত–৪ এর বিচারক মাহবুব আলম তার রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বেলা সোয়া ১১টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে চাঁদকে গ্রেফতার করে পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ–কমিশনার রফিকুল আলম বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনের ৬ এর ২ ধারার মামলায় আসামি চাঁদকে বিকালে আদালতে তোলে পুলিশ। আদালতে তার ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। এ সময় চাঁদের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করেন। তবে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
মামলার তদন্তকারী কর্মকর্তা পুঠিয়া থানার এসআই সুজন আলী বলেন, ‘এই ঘটনার পেছনে কেউ আছে কিনা, প্রকৃত রহস্য খুঁজে বের করতে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। এ সময় চাঁদের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করেন। তবে শুনানি শেষে আদালত সার্বিক বিবেচনা করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদেশের পর বিকাল ৫টা ১৫ মিনিটে আদালত থেকে জেলা পুলিশের হেফাজতে তাকে নেওয়া হয়।’
আবু সাঈদ চাঁদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক। তিনি চারঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান। একাধিকবার বিএনপির প্রার্থী হিসেবে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও নির্বাচিত হতে পারেননি।
এমি/দীপ্ত নিউজ