বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করেছে, হত্যা করেছে, এই ব্যবস্থাকে আমরা চাই না। এই ব্যবস্থাকে আমরা বাতিল করিনি। বাতিল করেছে বিচার বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার এখন মরে গেছে, এটাকে জীবিত করার প্রয়োজন নেই। সারা দুনিয়ার কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার নেই– আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমন মন্তব্য করেছেন ।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ–কমিটির আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী প্রশিক্ষণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
তিনি বলেন, ‘এই ব্যবস্থা বিএনপির হাতে ধ্বংস হয়েছে। এই ব্যবস্থা আমরা বাতিল করিনি, বাতিল করেছে বিচার বিভাগ। বিচার বিভাগ রায় দিয়েছে কাজেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা এখন মরে গেছে। এটাকে জীবিত করার কোন প্রয়োজন নেই। আমাদের বিচার বিভাগ রায় দিয়েছে এই ব্যবস্থার আর প্রয়োজন নেই।’
গণতন্ত্রের ভাল উদাহরণ পাকিস্তান নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘পাকিস্তানে তত্ত্বাবধায়ক আছে যা তাদের ইচ্ছামতো সবই পাল্টায়। এছাড়া সারা পৃথিবীর আর কোথাও নাই। তাই আমরা বলছি দুনিয়ার অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবে আমাদের এখানেও হবে। আমরা রুটিন দায়িত্ব পালন করবো নির্বাচন চলাকালে। এসময় নির্বাচন কমিশনের অধিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও থাকবে।
কাদের বলেন, বাজারে পণ্যের যে ঊর্ধ্বগতি, তা নিয়ে মানুষ দুঃখ–কষ্টে আছে। ক্ষমতাসীন দল হিসেবে আমরা দায় এড়াতে পারি না। পণ্যের দাম অনেক বেড়ে গেছে। জ্বালানির দাম বৃদ্ধি, পরিবহনের অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি। এসব সংকট আজ আমাদের মোকাবিলা করতে হচ্ছে। এর মধ্যে একটা সাধারণ জাতীয় নির্বাচন করতে হচ্ছে। এটা সাংবিধানিক বাধ্যবাধকতা।
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না: সিইসি
আল/ দীপ্ত সংবাদ