আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক (এমপি) বলেছেন, বিএনপি ও জাতীয় পার্টির আমলে আইন বিচার বিভাগ পৃথকিকরণ হয় নাই। তারা বিচার বিভাগকে কলুসিত করেছে। তারা বাংলাদেশকে লুটপাট করতে ভালোবাসেন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে মাগুরা আদালত চত্বরে নবনির্মিত ‘মাগুরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা বাংলার জনগণকে ভালোবাসেন। আর বিএনপি জাতীয় পার্টি তারা হচ্ছে বাংলাদেশকে লুটপাট করতে ভালোবাসেন। এরমধ্যে কিন্তু বিরাট ফারাক। তাই আমি আপনাদের কাছে শুধু বলি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আইনের শাসন ধরে রাখতে হবে। আর আইনের শাসন ধরে রাখার জন্য আপনাদের যে ভূমিকা সেটি পালন করবেন এটাই আপনাদের কাছে আমার আহ্বান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,যেহেতু বাংলাদেশের জনগণ নির্বাচন চাই, যেহেতু বাংলাদেশের একটি সংসদের মেয়াদ পাঁচ বছর, বাংলাদেশে অবাদ, সুস্থ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। এবং সেই নির্বাচনে যদি কেউ ব্যাঘাত সৃষ্টি করে আইন আইন অনুসারে চলবে। সংবিধানে যেভাবে আছে ঠিক সেভাবেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জননেত্রী শেখ হাসিনার সরকার চায় সকল দল এই নির্বাচনে অংশগ্রহণ করুক। কোন দল আসবে কি আসবে না সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাগুরা–১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা–২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ প্রকল্পে’র প্রধান সমন্বয়ক (যুগ্ম সচিব) বিকাশ কুমার সাহা, সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামীলীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, খুলনা গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শাহজালাল মজুমদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাবলু প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী আদালত চত্বরে একটি কৃষ্ণচূড়া ও একটি বকুল গাছের চারা রোপন করেন।
উল্লেখ্য, ৪৩ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে প্রায় দেড় একর জমির উপর আধুনিক বিভিন্ন সুযোগ সুবিধা সম্বলিত এ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মিত হয়েছে। জেলা গণপূর্ত অধিদপ্তর এ ভবন নির্মাণ করে। আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
শ্রাবণ/মোরশেদ আলম/দীপ্ত নিউজ