বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করার জন্য জোরালো পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান বরকতউলল্লাহ বুলু।
সোমবার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে নোয়াখালী জেলা সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বরকতউলল্লাহ বুলু বলেন, বাংলাদেশের অভ্যুদয়ে এই অঞ্চলের নেতাদের অবদান অনস্বীকার্য। দেশের বহু প্রখ্যাত সাংবাদিকের জন্মস্থান নোয়াখালী এবং পাকিস্তান সৃষ্টির পর প্রথম জেলা সমিতিটিও ছিল নোয়াখালী জেলা সমিতি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ি বৃহত্তর নোয়াখালীতে উল্লেখ করে তিনি এই অঞ্চলের গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সচিব ও সমিতির সিনিয়র সহ–সভাপতি কে এম মোজাম্মেল হক। তিনি বলেন, নোয়াখালীর রয়েছে তিন হাজার বছরের পুরোনো ইতিহাস। জেলাটি কুমিল্লার চেয়ে প্রায় ১২০০ বর্গকিলোমিটার বড় এবং এর জনসংখ্যা প্রায় ৪০ লক্ষ। নদীবন্দর এবং সমুদ্র অর্থনীতি বা ব্লু–ইকোনমির ক্ষেত্রে নোয়াখালীর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের জিডিপিতে নোয়াখালীর শিল্পপতিদের অবদান প্রায় ৩০ শতাংশ। এসব কারণ এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও জনগণের কাছে সেবা সহজলভ্য করার জন্য নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা এখন সময়ের দাবি।