বুধবার, নভেম্বর ৫, ২০২৫
বুধবার, নভেম্বর ৫, ২০২৫

বিএনপি ক্ষমতায় আসলে ১ কোটি তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করবে: আমীর খসরু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিএনপি ক্ষমতায় আসলে ১ কোটি তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করবে জানিয়ে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জেনজিদের ধারণার ওপর ভিত্তি করে ইতোমধ্যে কোন সেক্টরে কত কর্মসংস্থান সৃষ্টি করা হবে সে বিষয়ে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে তরুণদের নানা বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে প্রচুর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিএনপি কাজ করছে।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলচট্টগ্রাম বিভাগ আয়োজিত ‘আমার প্রথম ভোট ও আগামীর বাংলাদেশ শীর্ষক” সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে গ্রামীণ এলাকায় কুটির শিল্প নিয়ে যারা কাজ করে, বিশেষ করে কামারকুমার, থিয়েটারের পেশায় যারা জড়িত, খেলাধুলাসহ নানাখাতে যারা জড়িত তাদের দক্ষতা উন্নয়ন এবং বিনিয়োগ করা যায়, তাহলে এই খাতগুলোতে ভবিষ্যতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনীতি সমৃদ্ধ হবে।

বাংলাদেশের ২ লাখ ছেলেমেয়ে ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে জড়িত উল্লেখ করে তিনি বলেন, তারা পেপ্যালএর মাধ্যমে এসব কাজ করে। এতে করে আমাদের অর্থনীতির গতি বাড়ছে। বিএনপি ক্ষমতায় আসলে তথ্যপ্রযুক্তি খাতে আরো বেশি গুরুত্ব দেবে এবং বিনিয়োগের ব্যবস্থা করবে। যাতে করে বাংলাদেশের সব মানুষ তাদের অংশগ্রহণে দেশের অর্থনীতিকে আরো উন্নত করতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একটা জাতির স্বপ্ন বাস্তবায়ন করতে হলে তার একটা লক্ষ্য থাকতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বপ্ন কীভাবে বাস্তবতায় রূপ দিতে হয়, তা আমাদের শিখিয়ে গেছেন। ভবিষ্যতে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হলে দায়বদ্ধতা এবং জবাবদিহিতার রাজনীতি করতে হবে। সেজন্য আমাদের পুরানো দিনের রাজনীতির সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।

গত ১৫ বছর স্বৈরাচার সরকারের আমলে দেশে গণতন্ত্র ছিল না উল্লেখ করে তিনি আরো বলেন, তারা দেশে লুটপাট করে দেশের অর্থনীতির খাতগুলোকে ধ্বংস করে দিয়েছেন। সেজন্য দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য মাইক্রো মডেল অনুসরণ করতে হবে। দেশের পরিবেশ উন্নয়নে তারেক রহমান ২৫ কোটি গাছ লাগানোর এবং ২০ হাজার খাল খননের পরিকল্পনা করেছেন।

সেমিনারে বিশেষ বক্তার বক্তব্যে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন চৌধুরী বলেন, গত ১৫ বছর ধরে দেশে কেউ তাদের ভোট দিতে পারেনি। সামনের ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। বিএনপি অন্য দলগুলোর মত অলীক স্বপ্নে বিশ্বাস করে না, বাস্তবতায় বিশ্বাস করে। এটিই হচ্ছে বিএনপি এবং অন্যদের পার্থক্য। পরিবর্তনের প্রতিশ্রুতি বাস্তবায়নই বিএনপির লক্ষ্য।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা’র সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেনবিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজি, হুম্মাম কাদের চৌধুরী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরী।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More