বুধবার, এপ্রিল ২৩, ২০২৫
বুধবার, এপ্রিল ২৩, ২০২৫

বিএনপি কখনো কারচুপির নির্বাচন করে নাই: রুমিন ফারহানা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিএনপি কখনোই কারচুপির নির্বাচন করে নাই, সমর্থনও করে নাই, ভবিষ্যতেও সমর্থন করবে নাবিএনপি কখনো কারচুপির নির্বাচন করে নাই: রুমিন ফারহানা। বরং মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করে দেশ পরিচালনা করবে। এমন মন্তব্য করেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে বিএনপির ৩১ দফা নিয়ে কর্মশালায় রুমিন এসব মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন,বিএনপি কখনো কারচুপির নির্বাচন করে নাই, সমর্থনও করে নাই, ভবিষ্যতেও সমর্থন করবে না। বরং মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করে দেশ পরিচালনা করবে। কেননা দেশে ন্যূনতম সুষ্ঠু ভোট হলে বিএনপি দুইতৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে, দেশ পরিচালনা করবে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ। কথা বলতে দেয়নি, নিজের গ্রামেবাড়িতে থাকতে দেয়নি। হামলামামলা করে জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এমন অবস্থা করেছিল, যার কারণে তারেক রহমান দেশে আসতে পারে নাই। শুধু তাই নয়, ৭৬ বছর বয়সে বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছিল।’

১৭ বছরের আন্দোলনসংগ্রামের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে বলে মন্তব্য করেন রুমিন ফারহানা। তিনি বলেন, বাংলাদেশ নামের সঙ্গে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত। জিয়া পরিবার দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে।

রুমিন ফারহানা আরও বলেন, ‘বিএনপি ১৭ বছর ধরে অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও ‍সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করে আসছে। এখনো সেই লড়াই চলছে। কেননা বর্তমানে কোনো নির্বাচিত সরকার নেই। আছে অনির্বাচিত অন্তর্বর্তী সরকার। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদের এ লড়াই চলবে।’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘প্রতিটি দেশে নির্বাচনে জিততে পারে এমন সম্ভাবনাময় দলকে ব্যবসায়ীরা সহযোগিতা করে। এটি যুগে যুগে হয়ে আসছে। কিন্তু এনআজসিপি কি রাষ্ট্র পরিচালনায় আছে? কিংবা আগামী দিনে এমন অবস্থায় যাবে? রাষ্ট্র পরিচালনায় না থাকা সত্ত্বেও তাদের ব্যবসায়ীদের সহযোগিতা কী ইঙ্গিত করে? এ জন্য আগামী দিনগুলো বিএনপির জন্য আরও কঠিন। ঐক্যবদ্ধ থেকে আন্দোলনের মাধ্যমে যেভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন ঘটানো হয়েছে, একইভাবে ঐক্যবদ্ধ থেকে নির্বাচিত সরকার পর্যন্ত আন্দোলন চলমান রাখতে হবে।’

ইএ/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More