বুধবার, নভেম্বর ১৩, ২০২৪
বুধবার, নভেম্বর ১৩, ২০২৪

বিএনপি আর ক্ষমতায় আসবে না: শামীম ওসমান

নারায়ণগঞ্জ(ফতুল্লাসিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন,একাধারে মুক্তিযোদ্ধার সন্তান ও পুলিশ সদস্যকে ওরা হত্যা করলো। এরপর সেই মৃত মানুষটিকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আবার চাপাতি দিয়ে কোপালো৷ বিচারপতির বাসভবনে হামলা হলো৷ আল্লাহর গজবেই ওরা শেষ হবে। বিএনপির চ্যাপ্টার ক্লোজ। এর আগে বলেছিলাম ওরা ক্ষমতার ৫৪ হাজার কিলোমিটারের মধ্যে আসতে পারবে না, এরপর বলেছিলাম, ক্ষমতার ৫৪ লক্ষ কিলোমিটারের মধ্যে ওরা আসবে না৷ আজ বলছি এই দুনিয়াতেই ওরা আর কখনও ক্ষমতায় আসবে না৷

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন উল্লেখ করে শামীম ওসমান বলেন, আগামী ০৭ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হবে। এর মাধ্যমে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন৷ ২০০৮ সালের নির্বাচনে তো বিএনপি ২৯টি আসন পেয়েছিলো, এবার মনে হয় আরো কম পাবে৷ কারণ, মানুষ ভেবেছিলো ওরা ভালো হয়ে গেছে৷ কিন্তু আবারও আগুন সন্ত্রাস শুরু করায় ওদের চরিত্র প্রকাশ হয়ে গেছে৷ তবে এবার প্রধানমন্ত্রী হওয়ার পরে তার কাছে আমাদের দাবি থাকবে যেন লন্ডন থেকে ওই ইতর, কুলাঙ্গার তারেককে দেশে এনে বিচার করেন৷ 

আওয়ামী লীগই আবার ক্ষমতায় আসবে জানিয়ে তিনি বলেন, নিশ্চিত থাকুন আমরাই আবার ক্ষমতায় আসবো।আগামী ১৫দিন সবাই চোখকান খোলা রাখবেন৷ বঙ্গবন্ধু পরিবার ও ওই পরিবারের জন্য যারা জীবন দিতে পারে, তাদেরকে বিএনপিজামায়াত টার্গেট করবে। ২৮ তারিখ আমরা চাইলে ওদেরকে মারতে পারতাম৷  তবে ৯৫ ভাগ খেলা শেষ, বাকি ৫ ভাগ খেলাও অচিরেই শেষ হবে। দেশের ভেতর ও বাহির থেকে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে শেখ রেহানা, সজিব ওয়াজেদ জয়, পুতুল ও ববির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। একইভাবে ৭৮ বছর আগে পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র হয়েছিলো৷ বলা হয়েছিলো, পদ্মা সেতু দুর্নীতির সাথে বঙ্গবন্ধু পরিবার জড়িত। সেই অভিযোগ আন্তর্জাতিক আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছেন শেখ হাসিনা তখন বলেছিলেন, তোমাদের টাকা আমাদের দরকার নেই৷ তার সাহস নিয়ে তখন অনেকেই তাচ্ছিল্য করেছেন৷  হিমালয়ের পর্বত টলতে পারে, গলতে পারে, চূড়া ভেঙে যেতে পারে, কিন্তু শেখ হাসিনাকে মাথা নত করাবে, এমন শক্তি পৃথিবীতে সৃষ্টি হয় নাই। তিনি বিশ্বাস করেন সত্যি কখনও মিথ্যার সাথে পারে না৷ 

সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসানুল হক নিপু প্রমুখ।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More