যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, এক সময় বিএনপি যখন ক্ষমতায় ছিলেন, তখন জনগণকে বলতে সুনা গেছে বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে বিদ্যুৎ আসে। তাদের সময়ে ২০ থেকে ১৮ ঘণ্টাই বিদ্যুৎ থাকতো না। মানুষ অন্ধকারে থেকেছে। কিন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে।
ইউক্রেন ও রাশিয়া যুদ্ধে সারা বিশ্বে জ্বালানি সংকট দেখা দিয়েছে। সেই প্রভাবও আমাদের উপর পড়েছে। সেই জন্য দেশে কিছুটা লোডশেডিং হচ্ছে। এই জন্য আমরা দুঃক্ষিত। তবে আগামী এক সপ্তাহের মধ্যে আমার জ্বালানি সংকট নিরসন করতে পারবো। আশা করা যাচ্ছে তখন আর লোডশেডিং হবে না।
বুধবার (৭ জুন) দুপুর ২ টার দিকে মুন্সীগঞ্জ সদরের মিরকাদিমে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেষ হাসিনা কল্পনাকেও তিনি হার মানিয়েছেন। আজকে তিনি আছেন বলেই দেশটা এখন টিকে আছে। তার স্থানে অন্য কেউ থাকলে দেশটি পাকিস্তান বা শ্রীলংকা হয়ে যেতো। প্রধানমন্ত্রীর কারণে আমরা করোনা মহামারীকেও পিছনে ফেলেছি। বিশ্বের কয়েকটি দেশ করোনা মহামারী সফলভাবে মোকাবেলা করেছে তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম।
জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নে প্রায় ৪ কোটি ৭২ লাখ ৭১ হাজার ৯১৮ টাকা ব্যয়ে এই মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যেই মাঠের গ্যালারির পাইলিংয়ের কাজ শুরু করেছে।
জেলা প্রশাসনের মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসূলের সভাপতিত্বে এ সুধী সমাবেশে বিশেষ অতিথি মুন্সীগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য এড. মৃণাল কান্তি দাস, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচিব ড. মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব পরিমল সিংহ, মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন, মিরকাদিম পৌর মেয়র হাজী আব্দুস সালাম ও মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার হোসাইন মো. আল জুনায়েদ।
কায়সার হামিদ/ আল/দীপ্ত সংবাদ